ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিজাব ছাড়া প্রকাশ্যে নাচলেন ইরানি তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
হিজাব ছাড়া প্রকাশ্যে নাচলেন ইরানি তরুণী! ছবি: সংগৃহীত

ঢাকা: স্থানীয় অতি-রক্ষণশীল আইন লঙ্ঘন করে হিজাব ছাড়া প্রকাশ্যে নেচেছেন এক ইরানি তরুণী। শুধু তাই নয়, এই নাচের ভিডিও ধারণ করে সেটা অনলাইনেও ছেড়ে দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় আইনের প্রতি রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাজধানী তেহরানের সাবওয়ে ট্রেনে সবার সামনে নেচেছেন ওই অজ্ঞাতপরিচয় তরুণী। এসময় তিনি ব্রিটিশ পপ ব্যান্ড ‘লিটল মিক্স’র একটি গানও গাইছিলেন।

সংবাদ মাধ্যমটি বলছে, ‘হ্যাপি ইন তেহরান’ নামে বাড়িতে তৈরি একটি মিউজিক ভিডিও ছেড়ে সম্প্রতি দেশটির সাত তরুণ-তরুণীর সাসপেন্ডেন্ড কারাদণ্ড (এ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিশেষ স্থানে গমন ও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখার নিষেধাজ্ঞায় পড়েন এবং সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণে বাধ্য থাকেন) ও ৯১ বেত্রাঘাত প্রাপ্তির খবরের পর এই নৃত্যকাণ্ড দুঃসাহসীই বটে।

শুধু মিউজিক ভিডিও প্রকাশই নয়, পুরুষদের ভলিবল ম্যাচ দেখতে সঙ্গীদের নিয়ে স্টেডিয়ামে যাওয়ার চেষ্টা করায় গত জুনে আটক করে ব্রিটিশ বংশোদ্ভূত ইরানি তরুণী ঘোনেচেহ ঘাবামিকে কারাদণ্ড দেওয়া হয়।

সেসময় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, ঘাবামি স্থানীয় আইনের বিরুদ্ধচারণের পথ দেখাচ্ছিলেন বলেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা।

দেশটির এমন অতি-রক্ষণশীল আইনের বিরুদ্ধাচরণ করে প্রকাশ্যে নাচা ওই তরুণীর কী শাস্তি হতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা।

জানা যায়, ব্রিটেনে বসবাসরত এক ইরানি নারী অধিকারকর্মী পরিচালিত ‘স্টিলথি ফ্রিডমস অব ইরানিয়ান উইমেন’ নামে একটি ফেসবুক পেজ থেকে ওই নাচের ভিডিওটি ছাড়ার পর এখন পর্যন্ত সাত লাখেরও বেশিবার প্রদর্শিত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।