ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিপদ এড়াতে কেমন হেলমেট চাই!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বিপদ এড়াতে কেমন হেলমেট চাই! ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপ হিউজের মৃত্যুর পর প্রচলিত হেলমেটের নিরাপত্তা সক্ষমতা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। প্রচলিত হেলমেট খেলোয়াড়দের জন্য নিরাপদ কিনা, নাকি আরও আধুনিকায়ন করতে হবে, যদি আধুনিকায়ন করা হয় তাহলে কী হবে-এসব প্রসঙ্গ এখন ক্রিকেট বিশ্লেষকদের মাথায় ঘুরপাক খাচ্ছে।



কিছু বিশেষজ্ঞ হেলমেটের আরও আধুনিকায়নের কথা বলছেন। তাদের পরামর্শক্রমে হেলমেটকে আরও নিরাপদ করার উপায় বের করতে চাইছেন হেলমেট প্রস্তুতকারকরা।

কিছু বিশেষজ্ঞ বলছেন, হেলমেটের যত আধুনিয়কায়নই হোক, হিউজ যেখানে আঘাত পেয়েছেন সেখানে আঘাত থেকে কোনো হেলমেটই তাকে রক্ষা করতে পারতো না।   

তাহলে, কী করবে এখন ক্রিকেট বিশ্ব?

ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত বছর ক্রিকেটে যেসব আহত হওয়ার ঘটনা ঘটেছে- তার মধ্যে ৬ শতাংশ ছিল বলের আঘাতের কারণে। আর ১৭ শতাংশই ছিল হেলমেটের পেছনের অংশের কারণে।

বিশেষজ্ঞরা বলেন, বলের ‍আঘাত এড়াতে হেলমেটের পেছনের অংশ আরও বাড়ালে তা ঘাড়কে বলের আঘাত থেকে রক্ষা করবে ঠিক। কিন্তু সেটা ঘাড়ের পেছনের অংশের জন্য অসুবিধার কারণ হতে পারে। এক্ষেত্রে হেলমেটের নিচে ফোমের তৈরি এমন আবরণ ব্যবহার করা উচিত, যা মাথার পেছনের দিক রক্ষা করবে।

ফোমের আবরণ তৈরির পরামর্শটি অবশ্য সিডনি বিশ্ববিদ্যালয়ের রেনি ফার্দিনান্দ নামে এক গবেষকের। তিনি প্রচলিত হেলমেটই পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।

কিন্তু এসব বিষয়ে দ্বিমতও পোষণ করছেন খেলোয়াড় ও কিছু ক্রীড়া বিশ্লেষক। তাদের দাবি, হেলমেটে এতোসব ব্যবহার বলের উপর খোলোয়াড়দের মনোযোগ কমিয়ে দেবে।

ক্রীড়া পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইবন’র প্রধান নির্বাহী ব্রেন্ডন ডেনিং বলেন, প্রস্তুতকারকদের উচিত নতুন প্রযুক্তির আশ্রয় নিয়ে খেলোয়াড়দের উপযোগী পণ্য প্রস্তুত করা।

একই মত দিয়েছে ক্রীড়া পণ্য প্রস্তুতকারী অন্য প্রতিষ্ঠানগুলো।

২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করার সময় শন অ্যাবটের একটি বাউন্সার মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।