ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবদেহে ইবোলার ভ্যাকসিনের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
মানবদেহে ইবোলার ভ্যাকসিনের সফল পরীক্ষা হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট

ঢাকা: মরণঘাতী ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে আরো একধাপ এগিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তারা প্রথমবারের মতো মানবদেহে ভ্যাকসিনের সফল পরীক্ষা চালিয়েছেন।



বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক ঘোষণায় এ কথা জানায়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, প্রাথমিকভাবে দেহে ইবোলা ভাইরাসের ইনফেকশন প্রতিরোধ করবে এ ভ্যাকসিন।

ওয়াশিংটনে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ সেন্টারে ডা. ফ্রান্সিস কলিনস ও ডা. অ্যান্থনি ফসির তত্ত্বাবধানে এই ভ্যাকসিন পরীক্ষা চলে।

স্বাস্থ্য কেন্দ্রটি জানায়, পরীক্ষায় পূর্ণবয়ষ্ক যে ২০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের দেহে ভ্যাকসিনটি অ্যান্টি-ইবোলা প্রতিরোধ গড়েছে। এদের মধ্যে দুইজনের সামান্য জ্বর হলেও বাকিদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।