ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে পশ্চিমা পোশাকে সৌদি প্রিন্সেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
দুবাইয়ে পশ্চিমা পোশাকে সৌদি প্রিন্সেস ছবি : সংগৃহীত

ঢাকা: রক্ষণশীল সৌদি সমাজে প্রিন্সেস আমিরাহ আল-তাওয়িলকে সাধারণত এভাবে দেখা যায় না। সম্প্রতি দুবাইয়ে জাকজমকপূর্ণ পোশাকে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের পাপ্পারাজির ক্যামেরায় এভাবেই ধরা পড়েছেন ২৬ বছর বয়সী আমিরাহ।



আমিরাহ দীর্ঘদিন ধরে সৌদি আরবে নারীদের অধিকার নিয়ে কাজ করছেন। সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সম্প্রতি দুবাই শহরে যান।

ফ্যাশনসচেতন আমিরাহ ২০১২ সালে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে সবচেয়ে ‘হাই-প্রোফাইল’ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। এছাড়া তিনি মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ‘আইটিপি স্পেশাল অ্যাওয়ার্ড’, ‘ওমেন পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।