ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
চীনে সংঘর্ষে নিহত ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের ঝিনজিয়াং প্রদেশে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, যখন একদল ‘সন্ত্রাসী’ ঝিনজিয়াং এর রাজধানী কাশগার থেকে ২০০ কি.মি দূরে সাচে এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায় তখন সংঘর্ষ শুরু হয়।



ঝিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বাস। চলতি বছর এখন বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন।

চীন এসব হামলার জন্য বরাবরই উইঘুর সম্প্রদায়ের লোকজনকে দায়ী করে আসছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, শুক্রবার হামলাকারীরা গাড়ি থেকে বোমা নিক্ষেপ করে। তারপর রাস্তায় খাদ্যের দোকানে দাঁড়িয়ে থাকা লোকজনকে জবাই করে হত্যা করে। নিহতদের মধ্যে ১১ জন হামলাকারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।