ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোটরবাইক ঢুকে গেলো ‍টয়লেটে, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
মোটরবাইক ঢুকে গেলো ‍টয়লেটে, অতঃপর… ছবি : সংগৃহীত

ঢাকা: পঙ্ক্ষীরাজের মতো মোরসাইকেল চালিয়ে আসছিলেন এক ব্যক্তি। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন অপর এক ব্যক্তি।

হঠাৎ রাস্তায় আবির্ভূত হলো একটি টয়লেট। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তার যানটিকে। সেটি সরাসরি টয়লেটে আঘাত করে গিয়ে পড়লো গোবেচারা পথচারীর ওপর।

মুহূর্তেই নেদারল্যান্ডের ব্যস্ত সড়কে কী ঘটে গেল যেন কিছুই বুঝতে পারছিলেন না কেউ! সেসব বোঝার আগেই দুই ব্যক্তিকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খানিকটা সময় নিয়ে প্রত্যক্ষদর্শীরা বুঝতে পারলেন, রাস্তায় ভেঙে পড়ে রয়েছে একটি টয়লেট, তবে সেটি ভেসে ওঠা (পপ-আপ) টয়লেট, যাকে আবার ‘ইউরিলিফট টয়লেট’ নামে ডাকা হয়। এই টয়লেটটির সঙ্গেই আঘাত লেগেছে মোটরসাইকেলের, আর মোটরসাইকেল আঘাত করেছে পথচারীকে!

কিন্তু টয়লেটটি রাস্তায় এলো কীভাবে?

জানা যায়, প্রকাশ্যে বা রাস্তায় মূত্রত্যাগ বন্ধে আমস্টারডামজুড়ে এ ধরনের ভেসে ওঠা টয়লেট নির্মাণ করেছে প্রশাসন। কিছুক্ষণ পরপরই নির্দিষ্ট স্থানে এই টয়লেটগুলো ভেসে ওঠে।

সেই ভেসে ওঠা টয়লেটেই ভুলে আঘাত করেছে মোটরসাইকেলটি। আর তার জের গুনতে হচ্ছে বেচারা পথচারীকেও।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।