ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি দুর্ঘটনায় ম্যান্ডেলার নাতনির মেয়ের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুন ১১, ২০১০

জোহানেসবার্গ: ফুটবল বিশ্বকাপের অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি জেনানি ম্যান্ডেলা । খবর বিবিসি।



বৃহস্পতিবার গ্রিনিচ সময় ২২৩০ টায় এ দুর্ঘটনায় ঘটে।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন জানায়, জেনানি সোয়েটোতে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। গত ৯ জুন জেনানি তাঁর ত্রয়োদশ জন্মদিন পালন করে।  

নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা একই গাড়িতে ছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।

এই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পরোক্ষ খুনের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১১, ২০১০
আরআর/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।