ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় আইএসের প্রশিক্ষণ কেন্দ্র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
লিবিয়ায় আইএসের প্রশিক্ষণ কেন্দ্র!

ঢাকা: ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের লিবিয়ায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জেনারেল ডেভিড রদ্রিগেজ এমন কথা জানান।



তিনি বলেন, সেখানে (প্রশিক্ষণ কেন্দ্রে) কয়েকশ’ আইএস যোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছে।

তিনি দাবি করেন,  অনেক আগে থেকেই প্রশিক্ষণ কেন্দ্রটি সেখানে ছিল। এতোদিন যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে সেদিকে নজর রাখছিল।

তিনি বলেন, লোকজন সেখান থেকে প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট নিয়ে বের হচ্ছে। এটি কিভাবে চলে তা আমরা দেখে নেব।

২০১১ সালে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়ায় সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ কখনো জাতিগত, কখনো সামরিক আবার কখনোবা ক্ষমতায় যাওয়ার।

বিবিসির খবরে বলা হয়, লিবিয়ায় পূর্বাঞ্চলে আইএসের সঙ্গে হাত মিলিয়ে কয়েকটি জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।