ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আল-কায়েদার শীর্ষ নেতা আদনান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
পাকিস্তানে আল-কায়েদার শীর্ষ নেতা আদনান নিহত আদনান আল শুকরিজুমা

ঢাকা: পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আদনান আল শুকরিজুমা নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) পাক সেনাবাহিনী সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে।



বিবৃতিতে জানানো হয়, উত্তর ওয়ারিজিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলে জোরালো অভিযান চলাকালে নিহত হন আদনান। এসময় এক সৈন্য ও আরও দুই জঙ্গি নিহত হয়েছে।

নিউইয়র্কের সাবওয়ে ট্রেনের বোমা হামলা চালানোর পরিকল্পনার মূল হোতা হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত বিভাগ (এফবিআই) তাকে ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে পরোয়ানা জারি করে। লন্ডনের সাবওয়ে ট্রেনেও বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে আদনানের বিরুদ্ধে যুক্তরাজ্যজুড়ে পরোয়ানা জারি রয়েছে।

সৌদি আরবের নাগরিক আদনান বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছিলেন। তিনি আল কায়েদার ‘গ্লোবাল অপারেশন’ বিভাগের প্রধান। এই বিভাগের প্রধান ছিলেন ৯/১১‘র মূল হোতা কুখ্যাত খালিদ শেখ মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।