ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সাতজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
মিশরে সাতজনের মৃত্যুদণ্ড

ঢাকা: মিশরের একটি আদালত সাত ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন। এদের মধ্যে আদেল হাবাবার মতো নামকরা যোদ্ধাও রয়েছেন।

২৫ পুলিশ সদস্যকে হত্যা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০১৩ সালের আগস্টে রাজধানী কায়রোয় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর মাত্র দেড় মাস আগে প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হন। সারাদেশ বিক্ষোভে ফুঁসে উঠে। শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন।

বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিল। এক পর্যায়ে আন্দোলনকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতেই ২৫ পুলিশ সদস্য নিহত হন।

অভিযুক্তরা মিনিবাস থেকে পুলিশ সদস্যদের নামিয়ে গুলি করে হত্যা করে।

শনিবার এই রায় প্রদানের আগে দেশটির গ্রান্ড মুফতি তাতে অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।