ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনের ক্রুকে গরম পানি ছোড়ায়...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
প্লেনের ক্রুকে গরম পানি ছোড়ায়...

ঢাকা: চীনগামী থাইল্যান্ডের একটি ফ্লাইটে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এক নারী কেবিন ক্রুকে লক্ষ্য করে গরম পানি ছুঁড়ে মেরেছেন এক যাত্রী।

মাঝপথে এমন ঘটনায় প্লেনটি গন্তব্যে না গিয়ে ব্যাংককে ফিরে যায়।

থাই এয়ারএশিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার চীনের নানজিং এর উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটে এক চীনা যাত্রী নারী ক্রুকে লক্ষ্য করে গরম পানি ছুড়ে মেরেছেন। এর আগে ক্রুকে গালিগালাজও করা হয়। গরম পানিতে সামান্য আহত ক্রুকে প্লেনেই প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছেন তার সহকর্মীরা।

বিবৃতিতে আরো বলা হয়, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাইলট বেঁকে বসেন। তিনি গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। ফলে প্লেনটি পুনরায় ব্যাংককে ফিরে যায়।     

এ সম্পর্কিত একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে চায়না ন্যাশনাল রেডিও। ভিডিওতে দেখা যায়, গরম পানির সঙ্গে ক্রুর দিকে নুডলস ছুঁড়ে মারা হচ্ছে। এসময় কেবিনে দাঁড়িয়ে একজন প্লেনে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দিচ্ছিল।

তবে এয়ারলাইন বিবৃতিতে বোমা মারার কথা অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।