ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
ভারতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

ঢাকা: ভারতের জয়পুরে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন মারা গেছেন। একই ঘটনায় আরো ১২ জন গুরুতর আহত অবস্থ‍ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।



শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে দিল্লি-জয়পুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, জয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে মোটরসাইকেল বোঝাই একটি লরির ধাক্কায় গ্যাস ট্যাঙ্কারটির বিস্ফোরণ ঘটলে একাধিক গাড়িতে আগুন ধরে যায়। এসময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।