ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বেলজিয়ান অ্যাপার্টমেন্টে চার বন্দুকধারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
এবার বেলজিয়ান অ্যাপার্টমেন্টে চার বন্দুকধারী ছবি: সংগৃহীত

ঢাকা: সিডনির পর বন্দুকধারীদের হাতে জিম্মি আটকরে ঘটনা বেলজিয়ামেও ঘটেছে। চারজন বন্দুকধারী বেলজিয়ানের ঘেন্ট শহরের একটি ফ্লাটে ঢুকে পড়েছে।

এই নিয়ে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

অসমর্থিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, চারজন বন্দুকধারী ফ্লাটের একজনকে জিম্মি করে রেখেছেন। তবে পুলিশ নিরাপত্তার স্বার্থেই বাসিন্দাদের বাইরে না আসার অনুরোধ করেছে।

পুলিশের এক মুখপাত্র  জানায়, ভবনের ভেতরে অনেকে আছেন তবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এদিকে ঘেন্ট পুলিশের প্রধান ফিলিপ রাসচার্ট বলেন, তারা খুব সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছেন। সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।