ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৬

ঢাকা: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বন্দুকধারীর সাবেক স্ত্রীর পরিবারের।

এর মধ্যে তার ১৪ বছরের মেয়েও রয়েছে। বাদ যায়নি তার স্ত্রীও।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী পালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, পুলিশ বন্দুকধারী ব্রাডলি উইলিয়াম স্টোনকে হন্যে হয়ে খুঁজছে।

হত্যাকাণ্ডের পরও ব্রাডলি উইলিয়াম অস্ত্র ফেলে না দেওয়ায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

খবরে বলা হয়, হত্যাকাণ্ডের সময় লাল কেশধারী ব্রাডলি সামরিক বাহিনীর পোশাকে ছিলেন। চলাচলের জন্য তিনি লাঠি ব্যবহার করতেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।