ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উদ্বেগ

পাকিস্তানে মুম্বাই হামলার প্রধান আসামির জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
পাকিস্তানে মুম্বাই হামলার প্রধান আসামির জামিন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের আলোচিত মুম্বাই হামলার প্রধান আসামি পাকিস্তানে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার জাকিউর রহমান লাখভি পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত থেকে জামিন পায়।



২০০৮ সালে মুম্বাই হামলায় পরিকল্পনা ও সহায়তার জন্য যে সাতজন জড়িত ছিলেন লাখভি তাদের অন্যতম। বাকিরা রাওয়াপিন্ডির আদিয়ালা জেলে কারাভোগ করছেন। মুম্বাইয়ের হামলায় ১৬৬ জন নিহত হন।

হামলার সময় লাখভি নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার ‘অপারেশনাল হেড’ ছিল। মঙ্গলবার পেশোয়ারের স্কুলে হামলার ঘটনায় যখন ভারত শোকাহত পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তখনই এমন একটি রায় আসল। রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পেশোয়ারের হামলার পর এ ধরণের রায় সত্যিই দুর্ভাগ্যজনক। পরবর্তী আদালতে পাকিস্তানের আপিল করা উচিত।

পাকিস্তানকে সন্ত্রাসীদের সঙ্গে আপোস না করার আহ্বান জানিয়ে ভারত এই সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরকোরকে সরে আসার আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।