ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসের বিরুদ্ধে একজোট পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
সন্ত্রাসের বিরুদ্ধে একজোট পাকিস্তান-আফগানিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান ও আফগানিস্তান একজোট হয়ে লড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

শনিবার (২০ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, দুই দেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার ব্যাপারে একমত হয়েছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।