ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদ হারালেন দেবযানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
পদ হারালেন দেবযানী ছবি: সংগৃহীত

ঢাকা: গণমাধ্যমে অননুমোদিত বিবৃতি দেওয়ার কারণে পদ হারালেন ভারতীয় কুটনীতিক দেবযানী খোবরাগাড়ে। চলতি সপ্তাহে তার বিরুদ্ধে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।



শনিবার (২০ ডিসেম্বর) এ খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উন্নয়ন সহযোগিতা বিষয়ক দফতরের পরিচালক হিসেবে দেবযানী আর থাকছেন না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি আপাতত বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।  

২০১৩ সালের ডিসেম্বরে গৃহপরিচারিকার করা মামলায় যুক্তরাষ্ট্রে আটক হন দেবযানী। সেসময় তিনি নিউইয়র্কে ভারতের কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কর্মরত থাকার পরও নানাভাবে তাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন। এ বিষয়টি নিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ধরনের কুটনৈতিক লড়াইয়ের বাতাবরণ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।