ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত সংগৃহীত

ঢাকা: নিউইয়র্কের ব্রুকলিনে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেসেন্ট সড়কে চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল পুলিশ। এ সময় গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করেন ওই বন্দুকধারী।

এরপরই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আহত পুলিশ কর্মকর্তাদের তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তবে এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।