ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ফ্লোরিডায় গুলিতে পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
এবার ফ্লোরিডায় গুলিতে পুলিশ নিহত

ঢাকা: যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

ফ্লোরিডার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া সোমবার (২২ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।



সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) সকালে একটি জরুরি সহায়তা কলের সাড়া দিতে গেলে ফ্লোরিডার পিনেলাস কাউন্টির টারপন স্প্রিংস এলাকায় চার্লস কোনদেক নামে ৪৫ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

পিনেলাস কাউন্টি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ১৭ বছরের বর্ষিয়ান পুলিশ কর্মকর্তা কোনদেক জরুরি সহায়তা কলের সাড়া দিতে গেলে তাকে গুলি করে গাড়িতে চড়ে পালিয়ে যায় সন্দেহভাজন বন্দুকধারী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন। টারপন স্প্রিংস এলাকায় আসার আগে নিউইয়র্ক পুলিশে (এনআইপিডি) দায়িত্ব পালন করেন কোনদেক।
 
শনিবার (২০ ডিসেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার একদিন পরই এই হামলার খবর এলো। নিউইয়র্কের হত্যাকাণ্ডের জন্য বর্ণবাদী প্রতিশোধপরায়ণতাকে অভিযুক্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।