ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা জোটের যুদ্ধবিমান ভূপাতিত করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
পশ্চিমা জোটের যুদ্ধবিমান ভূপাতিত করলো আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর বুধবার এ কথা জানিয়েছে।

তবে, রাকা অঞ্চলের কাছে ভূপাতিত ‍যুদ্ধবিমানটি কোনো আরব রাষ্ট্রের বলে মনে করছে এসওএইচআর।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানটির পাইলটের কপালে কী ঘটেছে তা এখনও অজানা। তবে আইএসের প্রকাশিত ছবি ও খবরে দাবি করা হয়, একজন জর্দানিয়ান বিমান সেনাকে আটক করেছে তারা।

সেপ্টেম্বরের পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে জোট বেধে সিরিয়া ও ইরাক অঞ্চলে আইএস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে জর্দানের বিমান বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।