ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদি ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক পুলিশ কর্মকর্তা ও সমাজকর্মী কিরণ বেদি বিজেপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিজেপির সভাপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

অমিত শাহ বেদির রাজনীতির যোগদানের খবর নিশ্চিত করে এনডিটিভিকে জানান, তিনি আগামী মাসে (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় দিল্লির বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন।

তবে পার্টির চিফ মিনিস্ট্রিয়াল পদে তিনি লড়বেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

অমিত শাহ বলেন, কিরণ বেদির যোগদানের মাধ্যমে বিজেপি শক্তিশালী হবে। তার দ্বারা দল অনেকভাবে উপকৃত হবে।
 
 তিনি বলেন, বেদির যোগদানের খবরে পুরো দিল্লি উৎফুল্ল।

অর্থমন্ত্রী অরুণ জেটলি কিরণ বেদির প্রশাসনিক দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ব্যাপক প্রশংসা করেন।

এদিকে যোগদান অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী কিরণ বেদি বলেন, প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের গুণে মুগ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন।

তিনি বলেন, আমি কখনো অর্থ কিংবা পদের জন্য কাজ করিনি। দেশের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

আম আদমি পার্টি (এএপি) কিরণ বেদির রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।