ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‌এবার প্যারিসে পোস্ট অফিসে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ১৬, ২০১৫
‌এবার প্যারিসে পোস্ট অফিসে বন্দুকধারীদের হামলা

ঢাকা: প্যারিসে আবারো বন্দুকধারীরা হামলা চালিয়েছে। একটি পোস্ট অফিসের মধ্যে ঢুকে তারা তিনজনকে জিম্মি করে রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়।



শুক্রবার একজন সশস্ত্র বন্দুকধারী পোস্ট অফিসের ভেতরে ঢুকে অজ্ঞাত তিনজনকে জিম্মি করে রাখে। এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হন।

পোস্ট অফিসের আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ। সেখানের আকাশে হেলিকপ্টার ও এলিট ফোর্স টহল দিতে গেছে বলে খবরে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।