ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‌গ্রেফতারের মাধ্যমে প্যারিসে জিম্মি সঙ্কটের অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
‌গ্রেফতারের মাধ্যমে প্যারিসে জিম্মি সঙ্কটের অবসান ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে কোনো ধরনের হতাহত ছাড়াই জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। পুলিশ পোস্ট অফিসে হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।

পরে সেখান থেকে তিন জিম্মিকে মুক্ত করা হয়।

তবে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, বন্দুকধারী আত্মসমর্পন করেছে।

পুলিশ বলছে, গত সপ্তাহের মৌলবাদের হামলার সঙ্গে বন্দুকধারীর কোনো যোগসূত্র নেই।

গত সপ্তাহে ধারাবাহিক হামলার রেষ কাটতে না কাটতেই চলতি সপ্তাহের শুরুতে আবারও হামলা করা হল।

শুক্রবার একজন সশস্ত্র বন্দুকধারী পোস্ট অফিসের ভেতরে ঢুকে অজ্ঞাত তিনজনকে জিম্মি করে রাখে। এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হন। আশেপাশের এলাকা বন্ধ করে দেয়।

** এবার প্যারিসে পোস্ট অফিসে বন্দুকধারীদের হামলা

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।