ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে ২০১৫ ও ১৬ সালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জানুয়ারি ২০, ২০১৫
অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে ২০১৫ ও ১৬ সালে ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ ও ১৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনর্নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। পুনর্নির্ধারিত প্রবৃদ্ধি অনুযায়ী, ২০১৫ ও ২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।



বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়াই অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার মূল কারণ বলছে আইএমএফ।

আইএমএফ বলছে, ২০১৫ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ। যা ২০১৪ সালের অক্টোবরে নির্ধারণ করা প্রবৃদ্ধির চেয়ে ০.৩ শতাংশ কম।

২০১৬ সালের প্রবৃদ্ধিও পূর্ব নির্ধারিত প্রবৃদ্ধির চেয়ে কমিয়ে আনা হয়েছে। তবে তা ২০১৫’র তুলনায় ০.২ শতাংশ বেশি, ৩.৭ শতাংশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এ তথ্য জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

চীন, রাশিয়া, ইউরো অঞ্চল এবং জাপানের প্রবৃদ্ধির ধীরগতি অর্থনৈতিক প্রবৃদ্ধির কমার পেছনে ভূমিকা রাখবে। তবে তুলনামূলক ভালো অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।