ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইইউ

ঢাকা: আগামী সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ইইউ’ভুক্ত দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যাপারে আরো বেশ কয়েকজন রাশিয়ান নাগরিকের নাম আলোচনা হয়। এছাড়া তাদের লেনদেনের ওপরও কড়াকড়ি আরোপের কথা উঠে আসে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ইইউ মন্ত্রীরা এ নিষেধাজ্ঞা আরোপ করল। তবে মস্কো শুরু থেকেই এমন অভিযোগ নাকচ করে আসছে।

এদিকে রাশিয়ার ব্যাপারে গ্রিকের নতুন সরকারের অবস্থান কি সে ব্যাপারে পরিষ্কার করেনি দেশটি। গ্রিক রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বলেই পরিচিত। বৈঠকে গ্রিক জানায়, তারা ইইউ ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের অবসান চায়।

অন্যদিকে, উত্তর আমেরিকা ও ইউরোপের সামরিক জোট ন্যাটোর দাবি, রাশিয়া পূর্ব ইউক্রেনে ট্যাংক ও রসদ এনে জড়ো করেছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।