ঢাকা: জন কেরির অনেক পরিচয়- পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সিনেটর ও এক সময়ের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। তার নামের সঙ্গে নতুন আরেকটি বিশেষণ যুক্ত হতে পারে।
কারণ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের কবলে পড়ে। এতে ম্যাসাচুটেস রাজ্যের বোস্টন শহরে দুই ফুটের মতো বরফ জমে। সেসময় শহরের মেয়র মার্টিন ওয়ালশ সবাইকে তাদের বাড়ির সামনের তুষার পরিস্কার করার নির্দেশ দেন। কিন্তু মেয়রের নিদের্শ মানেননি জন বিশ্ব দাপিয়ে বেড়ানো কেরি।
বিকন হিলের নিজ বাড়ির সামনে থেকে বরফ না অপসারণ করায় বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষ (২৯ ডিসেম্বর) কেরিকে ৫০ ডলার জরিমানা করে। বর্তমানে কেরি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে সৌদি অবস্থান করছেন।
কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টন গ্লোব পত্রিকাকে জানান, কেরির দ্রুতই জরিমানা পরিশোধ করবেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫