ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বোর্নো প্রদেশের রাজধানী মাইদিগুরিতে হামলা চালিয়েছে বোকো হারাম জঙ্গিরা। রোববার ভোরে নগরীর দক্ষিণ প্রান্ত দিয়ে হামলা শুরু করে জঙ্গিরা।
মাত্র সাতদিন আগেই মাইদিগুরিতে হামলা চালায় বোকো হারাম। তবে সেনাবাহিনীর তৎপরতায় ব্যর্থ হয় তাদের অভিযান। ২৫ জানুয়ারির ওই হামলা ব্যর্থ হলেও জঙ্গিরা মাইদিগুরির ১২৫ কিলোমিটার দূরের মনগুনো শহর ও একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়।
বোকো হারামের সম্ভাব্য হামলা প্রতিহত করতে মাইদিগুরির উত্তর প্রান্তে অধিকাংশ সেনা মোতায়েন থাকার সুযোগ নিয়ে জঙ্গিরা দক্ষিণ প্রান্ত দিয়ে হামলা চালানোর সুযোগ নেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের উত্তরাঞ্চলে ১২৩ জঙ্গিকে হত্যার দাবি করেছে সেখানে অভিযানরত চাদের সেনাবাহিনী। এছাড়া বোকো হারামের দখলে থাকা নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর গামবোরুতে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা।
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে আঞ্চলিক যৌথবাহিনী পাঠানোর ব্যাপারে আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫