ঢাকা: ভারতের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১২ হাজার ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন।
তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এ নির্বাচনের মাধ্যমে মোদির জনপ্রিয়তা যাচাই করা যাবে না। বিজেপি নেতা আর্তি মেহরা বলেন, এটি কোনো গণভোট নয়। এর মাধ্যমে মোদিকে বিচার করা ঠিক হবে না।
১৬ বছর ধরে দিল্লীর ক্ষমতার বাইরে থাকা বিজেপি লড়াইয়ে টিকে থাকতে টিম আন্নার সাবেক সদস্য কিরণ বেদিকে দলে নিয়ে আসে। তবে তাকে দিল্লীর মুখ্যমন্ত্রী পদে লড়াইয়ের জন্য বিজেপির মধ্যে অসন্তোষ রয়েছে।
এ নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৩৩ লাখ। আর লড়ছেন ৬৭৩ জন প্রার্থী। নির্বাচন ঘিরে দিল্লী জুড়ে ৬৪ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
দিল্লীর নির্বাচন নিয়ে নানা জরিপ এএপি এগিয়ে আছে। তিনটি প্রধান জরিপের সম্মিলিত ফলাফলে আভাস মিলেছে, এএপি ৩৭টি আসন পেতে পারে। আর বিজেপি পেরে পারে ২৯টি আসন। কংগ্রেস জয়ী হতে পারে চারটি আসনে।
ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস এবং এবিপি নিউজ তিনটি আলাদা জরিপ করে। আ
ফলাফল ঘোষণা করা হবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫