ঢাকা: ব্যাংক লুটের ষড়যন্ত্রকারী সন্দেহে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সালভেদরে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ার সামরিক পুলিশের সদরদফতর থেকে এ দাবি করা হয়েছে।
বাহিয়া সামরিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ৩০ জনের একটি দল ব্যাংক লুটের ছক কষছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। তবে সংকেত পেয়ে পুলিশের ওপর নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে ওই অপরাধী চক্র। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও গুলি ছোঁড়েন।
দু’পক্ষের গুলিবিনিময়ে ১৩ ষড়যন্ত্রকারী নিহত হন। এছাড়া, আহত হন তিন সন্দেহভাজন লুটেরা ও এক পুলিশ সদস্য।
পুলিশ আরও দাবি করেছে, গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্ধ করা হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় প্রশাসনিক সূত্র।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫