ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমায় নিহত ২০, আহত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বাগদাদে বোমায় নিহত ২০, আহত ৫৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৯ জন।



বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত কাদিমিয়া জেলার ব্যস্ততম আদান স্কয়ারে এসে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী হামলাকারী। সোমবার সকালে সংঘটিত এ ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৫৫ জন আহত হয়।

অপর ঘটনায় বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত হুসাইনিয়া জেলা রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারান দুই জন। এ ঘটনায় আহত হন আরও চারজন।

গত কয়েক দিন ধরেই বাগদাদে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। সর্বশেষ শনিবারও বোমা বিস্ফোরণে বাগদাদে প্রাণ হারান ৩৬ জন ইরাকি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।