ঢাকা: নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম নির্মূল অভিযানে গত সাত দিনে অন্তত ২৬০ জঙ্গিকে হত্যা করেছে প্রতিবেশি নাইজারের সেনাবাহিনী।
আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়ায় আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সহযোগিতা সংস্থা আফ্রিকান ইউনিয়নের অনুমোদনে পাঁচটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সামরিক জোটের সদস্য হিসেবে নাইজারের সেনারা অভিযান চালিয়ে এ খবর জানালো।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দখলদার বোকো হারাম নির্মূলে গত ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান চালিয়ে গোষ্ঠীটির ২৬০ সদস্যকে হত্যা করা হয়েছে। ক্রমে অভিযান জোরদার করা হবে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, নাইজারের পাশাপাশি আরেক প্রতিবেশী রাষ্ট্র চাদের সেনারাও বোকো হারাম নির্মূলে অভিযান চালিয়ে যাচ্ছে।
চাদ, নাইজারসহ সামরিক জোটের অভিযানে বোকো হারামের বিপুলসংখ্যক সদস্য নিহত হওয়ার খবরের মধ্যেও নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অপহরণ, হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীটি।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫