ঢাকা: ভারতের বেঙ্গালুরু-আরনাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক।
শুক্রবার সকালে (১৩ ফেব্রুয়ারি) তামিল নাডু ও কর্নাটকের সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বেঙ্গালুরু থেকে ভোর সোয়া ছয়টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। ৭টা ৩৫ মিনিটের বেঙ্গালুরু থেকে ৪৫ কি.মি দূরে লাইনচ্যুত হয়।
ইউনিয়ন রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, দুর্ঘটনার আগে লাইনে পড়ে থাকা একটি পাথরের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫