ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাস্তায় তুরস্কের নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
রাস্তায় তুরস্কের নারীরা

ঢাকা: তুরস্কে ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে আন্দোলন। হাজার হাজার নারী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।



বুধবার (১১ ফেব্রুয়ারি) বাড়ি ফেরার পথে অপহৃত হন মনোবিজ্ঞানের ছাত্রী ওঝজেশান আসলান। এরপর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২০ বছর বয়সী আসলানের লাশ মারসিন শহরের নদী থেকে উদ্ধার করে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, আসলানকে বহনকারী গাড়ির চালক তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে গলাকেটে হত্যা করা হয় আসলানকে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মিনিবাস চালক, তার বাবা ও এক বন্ধুকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী আহমেত দাভুটোগলু ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।