ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুনামি সতর্কতা তুলে দিয়েছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সুনামি সতর্কতা তুলে দিয়েছে জাপান

ঢাকা: জাপানের উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করলেও, পরে তা তুলে দিয়েছে সেদেশের সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাপানের স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে সুনামি সতর্কতার নির্দেশ তুলে দেওয়া হয়।



দেশটির আবহাওয়া দফতর জানায়, সকাল ৯টা ০৭ মিনিটে কুজিতে ২০ সেমি., ৮টা ৪৭ মিনিটে মিয়াকোতে ১০ সেমি. ও কামাইশিতে কয়েক সেন্টিমিটারের মৃদু সুনামি দেখা দেয়।

তবে এতে গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় তারা।

এর আগে, স্থানীয় সময় সকাল ৮টা ০৬ মিনিটে ভূমিকম্প দেখা দেয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯ ও গভীরতা ১০ কিমি.।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেট : ০৮২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।