ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুর্দিস্তানে আইএসের হামলা প্রতিরোধ কুর্দি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
কুর্দিস্তানে আইএসের হামলা প্রতিরোধ কুর্দি বাহিনীর ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের স্বায়ত্ত্বশাসতি কুর্দিস্তানের গয়ার ও মাখমুর শহরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে স্থানীয় নিরাপত্তা বাহিনী পেশমার্গার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আইএসের প্রায় অর্ধশত জঙ্গি নিহত হয়েছে।



কুর্দিস্তানের রাজধানী ইরবিল থেকে প্রায় অর্ধশত কিলোমিটার দূরের ওই শহর দু’টিতে আইএস জঙ্গিরা হামলা চালালে প্রতিহত করে কুর্দি নিরাপত্তা বাহিনী।

পেশমার্গার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা থেকে পেশমার্গার অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে আইএস। কিন্তু জঙ্গিরা অনেক নিকটে এসে হামলা চালানো শুরু করায় তাদের ওপর বিমান হামলাও করা যাচ্ছিল না। পরে পেশমার্গার পদাতিক সেনারা তুমুল লড়াই করে আইএস জঙ্গিদের পিছু হটতে বাধ্য করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।