ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার বিদ্রোহীদের বিমান হামলার প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সিরিয়ার বিদ্রোহীদের বিমান হামলার প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র!

ঢাকা: ‘ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য’ সিরিয়ার বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধের সরঞ্জামাদি দেবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আইএসের বিরুদ্ধে কীভাবে বিমান হামলা চালানো যেতে পারে সেই নির্দেশনাও দিতে পারে তারা।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রশিক্ষণে যুদ্ধের মৌলিক বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনার নির্দেশনাগুলো জটিল হবে না। বরং দক্ষ বিমান নিয়ন্ত্রক তৈরিই এ প্রশিক্ষণের লক্ষ্য।

কিরবাই জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল সামরিক বাহিনীর মৌলিক কাঠামো গঠন ও তাদেরকে দক্ষ করে গড়ে তোলা।

এই প্রশিক্ষণ সিরিয়ার বিদ্রোহীদের যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে বলেও মনে করেন কিরবাই।

এ লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব ও কাতারে প্রায় এক হাজার মার্কিন সেনা পাঠানোর কথা রয়েছে।

কিরবাই জানান, মার্চের মাঝামাঝিতে প্রশিক্ষণ শুরুর নির্দেশ দেওয়া হতে পারে। এরইমধ্যে এসব অঞ্চলে প্রায় একশ’ মার্কিন প্রশিক্ষক পৌঁছেছেন।

পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিদ্রোহীদের অারও আধুনিক করতে পিকআপ ট্রাক, লাইট মেশিনগান, গোলাবারুদ এবং রেডিও সরবরাহ করবে পেন্টাগন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।