ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান লিবিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান লিবিয়ার

ঢাকা: ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করতে লিবিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক জরুরি অধিবেশনে এ আবেদন জানানো হয়।

আবেদনটির প্রতি সমর্থন জানিয়েছে প্রতিবেশী মিশর।

লিবিয়ান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-দাইরি বলেন, এই নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা সেনাবাহিনীকে গড়ে তুলতে পারবো এবং সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো।

তিনি বলেন, জাতিসংঘ যদি অস্ত্র নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণই চরমপন্থিদের হাতে চলে যাবে।

২০১১ সালে স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের সময় থেকেই লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ রয়েছে জাতিসংঘের। সরকারের এই দুর্বলতার সুযোগে দেশটিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপ প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে।

তবে, দেশটির সরকারের কপালের ভাঁজ আরও বেশি স্পষ্ট হয়ে পড়ছে এই কারণে যে, ওই বিদ্রোহীদের সঙ্গে আইএস জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার খবর ছড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।