ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বাল্টিকে অস্থিরতা তৈরির অভিযোগ পুতিনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
এবার বাল্টিকে অস্থিরতা তৈরির অভিযোগ পুতিনের বিরুদ্ধে ছবি: সংগৃহীত

ঢাকা: এবার বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ায় ‍অস্থিতিশীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।



সিয়েরা লিওনের উদ্দেশে লন্ডন ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্যালন বলেন, আমি পুতিনকে ভয় পাচ্ছি। বাল্টিকে তার চাপের ব্যাপারে ভীত, যেভাবে তিনি ন্যাটোর ওপর চাপ তৈরি করছেন।

এ ব্যাপারে সাবধান করে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন, আমাদের জন্য এখন এটাই সত্যিকারের এবং বর্তমান বিপদ।

বাল্টিক অঞ্চলের এ তিনটি রাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য।

ফ্যালন বলেন, ইউক্রেনে যে কৌশল নিয়েছেন পুতিন, তা হয়তো এই অঞ্চলেও নেওয়া হতে পারে। আমাদের আরও সতর্ক হতে হবে।

ইউক্রেনে অস্থিতিশীলতা না থামালে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হুঁশিয়ারির পরই ফ্যালন এসব কথা বললেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।