ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় মার্সিয়া ও লামের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
অস্ট্রেলিয়ায় মার্সিয়া ও লামের আঘাত ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মার্সিয়া ও লাম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মার্সিয়া কুইন্সল্যান্ডের উপকূলে এবং লাম নর্দান টেরিটরি এলাকায় (এনটি) আঘাত হানে।



কুইন্সল্যান্ডের সেন্ট লরেন্স এবং ইয়েপনের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানা পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মার্সিয়া ক্রমশ দুর্বল হয়ে গেছে। তবে আবহাওয়াবিদরা ভারি বৃষ্টিপাত ও সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

একই সঙ্গে উত্তরাঞ্চলের অ্যালকো দ্বীপে আঘাত হানা চার মাত্রার ঘূর্ণিঝড় লাম দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে সরে গেছে। পরে লাম ক্রমশ দূর্বল হয়ে দুই মাত্রায় নেমে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্বীপের অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে গেছে। তবে সেখানে কেউ হতাহত হননি।

ঘূর্ণিঝড় দু’টিকে ভয়ংকর আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট প্রাণহানী ছাড়াই এ বিপদ আমরা কাটিয়ে উঠা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ২০১৩ সালে কুইন্সল্যান্ডে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ওসাল্ড। সে সময় কমপক্ষে চারজন নিহত হয়েছিলেন।

 বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।