ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারাম ‘ফেরত’ শিশুরা নাম ভুলে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বোকো হারাম ‘ফেরত’ শিশুরা নাম ভুলে গেছে ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত ৮০ শিশু তাদের নাম-পরিচয় ভুলে গেছে। এসব শিশুদের ক্যামেরুনের ক্যাম্পে আটকে রাখা হয়েছিল।



গত নভেম্বরে ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি ক্যাম্প থেকে শিশুদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে একটি এতিমখানায় পুনর্বাসন করা হয়।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো সম্প্রতি ওই এতিমখানা পরিদর্শন করেছেন। তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

ফোমুনজো বলেন, ৫- ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা ইংলিশ, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না।

তিনি বলেন, এসব ছেলেমেয়েরা দীর্ঘদির তাদের পরিচিত জনের সংস্পর্শে ছিল না। বন্দি থাকাকালীর তাদের মধ্যে জিহাদি মতাদর্শ জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা এখন কাউকে চিনতে পারছে না।

বোকো হারাম নাইজেরিয়া ছাড়িয়ে ক্যামেরুনেও তাদের থাবা বাড়িয়েছে। নাইজেরিয়ায় তারা ইসলামি খলিফা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।