ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্ক বিরোধী অভিযান স্থগিত কলম্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
ফার্ক বিরোধী অভিযান স্থগিত কলম্বিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার স্বার্থে কলম্বিয়ার বামপন্থি বিদ্রোহী গ্রুপ রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিরুদ্ধে সেনা অভিযান স্থগিত করেছে দেশটির সরকার।

মঙ্গলবার লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, ডিসেম্বরের ১৮ তারিখে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ফার্ক তাদের কথা রেখেছে।

কাজেই শান্তি আলোচনা এগিয়ে নিতে আমরা তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান এক মাসের জন্য স্থগিত করছি।

কিউবায় কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলছে উল্লেখ করে কলম্বিয়ার অপর বিদ্রোহী গেরিলা গ্রুপ দ্য ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন সান্তোস।

১৯৬৪ সালে কলম্বিয়ার সেনাবাহিনী যখন পুরো দেশজুড়ে কমিউনিস্টদের ওপর অভিযান শুরু করে, তখন কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে আত্মপ্রকাশ করে  ফার্ক।

অপরদিকে প্রায় একই সময় কলম্বিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামে বামপন্থি অপর গেরিলা গ্রুপ ইএলএন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।