ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসে যোগ দিতে সিরিয়ায় নয় ব্রিটিশ মেডিকেল ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
আইএসে যোগ দিতে সিরিয়ায় নয় ব্রিটিশ মেডিকেল ছাত্র

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সাথে যোগ দিতে ব্রিটিশ মেডিকেল ছাত্রছাত্রীদের নয়জনের একটি গ্রুপ সিরিয়া পাড়ি জমিয়েছে।

শনিবার (২১ মার্চ) ব্রিটিশ পত্রিকা দ্য অবজারভারের এক সংবাদে এ তথ্য জানানো হয়।



চারজন নারী ও পাঁচ জন পুরুয়ের ওই দল আইএস নিয়ন্ত্রিত হাসপাতালে কাজ করতে সিরিয়া গেছে বলে জানায় পত্রিকাটি।

গত সপ্তাহে তুরস্ক হয়ে তারা সিরিয়ায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এরা সবাই সুদানে লেখাপড়া করতো বলে জানিয়েছে অবজারভারের সহযোগী সংবাদপত্র দ্য গার্ডিয়ান।

আইএস’র সাথে যোগ দিতে এ পর্যন্ত প্রায় ছয়শ’ ব্রিটিশ নাগরিক সিরিয়া অথবা ইরাকে পাড়ি জমিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।