ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ইবোলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

ঢাকা: পশ্চিম আফ্রিকায় মরণঘাতী ইবোলা ভাইরাস সংক্রমণে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



সংস্থাটি তাদের প্রতিবেদনে বলে, ইবোলার সংক্রমণে সবচেয়ে বেশি নিহত হয়েছে লাইবেরিয়ায়। দেশটিতে ৪ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন।

এছাড়া সিয়েরা লিওনে সাড়ে তিন হাজার ও গিনিতে ২ হাজারের কিছু বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সেনেগাল, নাইজেরিয়া এবং মালিতেও ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং স্পেনে কয়েকজন ইবোলা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এসব দেশ কয়েকজন মারাও গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।