ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি প্রাদেশিক রাজধানী শহর দখল করে কমপক্ষে ২০ ইয়েমেনি সেনাকে হত্যা করেছে আল কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধারা। শুক্রবার রাজধানী সানায় মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩৭ জনের প্রাণহানির অল্প কিছুক্ষণের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশের রাজধানী হোতায় এ ঘটনা ঘটে।
আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনুনসুলা বা একিইএপির যোদ্ধারা কয়েক ঘণ্টা শহরটিকে দখলে রেখে শুক্রবার শেষ রাতের দিকে আল হুতা শহর থেকে পিছু হটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা।
লড়াইয়ে আল কায়েদা যোদ্ধাদের তরফে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হোথা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেন থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত।
কিছুদিন আগে হুথি বিদ্রোহীদের গৃহবন্দিত্ব থেকে পালিয়ে এসে এডেনে বসেই নিজের প্রশাসনিক কাজ সামলাচ্ছেন ইয়েমেনের বৈধ প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী।
ইয়েমেনের সরকারি বাহিনীকে হটিয়ে সম্প্রতি রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫