ঢাকা: ভিয়েতনামে এক নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির হা তিন প্রদেশে ভুং আং ইকোনমিক জোনে অবস্থিত ওই ভবনটি ধসে পড়ে। এটি তাইওয়ানভিত্তিক ফরমোসা গ্রুপের সমুদ্রবন্দর প্রকল্পের আওতাধীন একটি কমপ্লেক্সের অংশ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্যামসাং সিএন্ডটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদপত্র থান নিয়েন।
হতাহতের খবরটি নিশ্চিত করে ভিয়েতনাম সরকার জানিয়েছে, উদ্ধার কাজে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।
দুর্ঘটনায় হতাহতদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভি (ভিয়েতনাম টেলিভিশন)।
ভুং আং ইকোনমিক জোনের ব্যবস্থাপনা বোর্ডের উপপ্রধান ফাম ট্রেন ডে জানিয়েছেন, নির্মাণ কাজে সহস্রাধিক কর্মী কাজ করছিলো। কাজেই উদ্ধার কাজ শেষ হওয়ার আগে হতাহতের পরিমাণ সঠিকভাবে জানা সম্ভব নয়।
এদিকে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫