ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বিস্ফোরণের পর ভবন ধস, আহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
নিউইয়র্কে বিস্ফোরণের পর ভবন ধস, আহত অন্তত ১৯ ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্কে অগ্নিকাণ্ডে বিস্ফোরণের পর দুটি ভবন ধসে পড়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টা ১৭মিনিটে (আন্তর্জাতিক সময় ৫টা ১৭ মিনিটে) এ বিস্ফোরণ ও ভবন-ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এতে পার্শ্ববর্তী আরো চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবন দু’টি নিউইয়র্কের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছে ইস্ট সেভেন্থ স্ট্রিটের সেকেন্ড এভিনিউতে অবস্থিত।

এ ঘটনায় কেউ নিহত বা নিখোঁজ হয়নি বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও।

অন্তত দুইশ’ অগ্নিনির্বাপক কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ধসে পড়া ভবন দু’টির একটিতে গ্যাস সংযোগ লাইনের কাজ চলছিল বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগের কাজ চলাকালেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।