ঢাকা: বন্দরনগরী এডেন দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার (০৫ এপ্রিল) তীব্র লড়াইয়ের পর এডেন থেকে পিছু হটতে বাধ্য হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থকরা।
এই এলাকার বাসিন্দারা নিজ বাড়িঘরে প্রাণভয়ে আত্মগোপন করে আছে বলে জানা গেছে। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুরো শহরজুড়ে গোলাগুলিসহ মুয়াল্লা জেলায় হুথিদের ট্যাংকের গোলাবর্ষণের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ বিমানহামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ইয়েমেন সংকট নিয়ে শনিবার (০৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটিতে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরআই