ঢাকা: ইন্দোনেশীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমাভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই অস্ট্রেলীয় নাগরিক। এ বিষয়ে তাদের আপিল খারিজ করে দিয়ে সোমবার (০৬ এপ্রিল) রুল জারি করেছেন দেশটির একটি আদালত।
কুখ্যাত ‘বালি নাইন’ গ্রুপের সদস্য অস্ট্রেলীয় নাগরিক অ্যান্ড্রু চ্যান ও মিউরান সুকুমারান ২০০৫ সালে মাদক চোরাচালানের দায়ে ইন্দোনেশীয় পুলিশের হাতে গ্রেফতার হয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, খুব শিগগিরই এই দুই অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে মাদক চোরাচালানের দায়ে দণ্ডিত আরো ১০ বিদেশিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইন্দোনেশিয়ায়।
অ্যান্ড্রু চ্যান ও মিউরান সুকুমারান এর আগে প্রেসিডেন্ট জোকো উইডেডোর কাছে ক্ষমাভিক্ষায় অন্তরায় সৃষ্টি করা আদালতের এক রুলের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু জাকার্তার প্রশাসনিক আদালত পূর্বের আদেশই বহাল রাখে। আদালত জানায়, এই মামলা গ্রহণের বিষয়ে তার কোনো অধিকার নেই।
গত বছর ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট উইডোডো মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ওই দুই অস্ট্রেলীয় নাগরিককে দণ্ডিত করতে তিনি দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়াকেও বারবার প্রত্যাখ্যানে কুণ্ঠাবোধ করেননি। ফলে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
কেএইচ