ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ হত্যা

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নর্থ সাউথ ক্যারোলিনার চার্লসস্টোনে ওয়ালটার স্কট নামের ওই ব্যক্তিকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ।



অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মাইকেল স্লেজার।

ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও দেখে স্লেজারের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, স্কট পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে পেছন থেকে আটবার গুলি করা হয়। তারপর এগিয়ে গিয়ে পুলিশ মাটিতে পড়ে থাকা স্কটকে হাতকড়া পড়ায়।

পথচারীদের গ্রাফিক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর গত ১২ মাসে পুলিশের হাতে আরো দুইজন কৃষ্ণাঙ্গ মার্কিনি নিহত হন। একইভাবে কৃষ্ণাঙ্গের হাতে শ্বেতাঙ্গ পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।