ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম চুরির অভিযোগে ছাত্রকে পিটিয়ে মারলেন শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
কলম চুরির অভিযোগে ছাত্রকে পিটিয়ে মারলেন শিক্ষক!

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে কলম চুরির অভিযোগ তুলে এক স্কুলশিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে মেরেছেন এক শিক্ষক।

বুধবার (৮ এপ্রিল) প্রদেশটির বারাবাঙ্কি এলাকার চৌধুরী দ্বারকা প্রসাদ একাডেমির শিবা নামে ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থীকে বেদম পিটুনি দিলে রক্তবমি করতে করতে মারা যায় সে।



শিবার স্বজনরা জানান, শিবার ক্লাসের এক শিক্ষার্থীর কলম ও পেন্সিল হারানো গেলে বাকি শিক্ষার্থীদের দেহ ও ব্যাগ তল্লাশির নির্দেশ দেন প্রিন্সিপাল ললিত ভার্মা। তল্লাশি করে শিবার ব্যাগে ওই কলম পাওয়া গেলে প্রিন্সিপাল তাকে নির্দয়ভাবে পেটান। এক পর্যায়ে ৮ বছর বয়সী শিশুটিকে ফ্লোরেও আছাড়ও মারেন ললিত ভার্মা।

পরে শিবা বাড়ি ফেরে রক্তবমি করতে শুরু করে। এক পর্যায়ে ছটফট করতে করতে মারা যায় সে।

এ ঘটনায় নির্দয় প্রিন্সিপাল ললিত ভার্মাকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য শিবার মরদেহ নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।